Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে চন্দ্রঘোনা

 

এক নজরে চন্দ্রঘোনা

১নং চন্দ্রঘোনা ইউনিয়ন কাপ্তাই উপজেলার একটি অন্যত্তম ইউনিয়ন। এ ইউনিয়নে রয়েছে এক সময়কার এশিয়ার বিখ্যাত কর্ণফুলী কাগজ কল, রয়েছে একমাত্র খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। পরিষদের মূল ভবনটি চন্দ্রঘোনা কাগজ কলের ১নং গেটের প্রবেশ পথের বাম পাশে অবস্থিত। এটি চট্টগ্রাম কাপ্তাই সড়কের পাশেই অবস্থিত।

১)     সীমানা : উত্তরে ও পূর্বে ওয়াগ্গা ইউনিয়ন, দক্ষিণে ও পূর্বে পাহাড়ী কর্ণফুলী নদী এবং পশ্চিমে চট্টগ্রাম জেলার রাংগুনিয়া উপজেলা চন্দ্রঘোনা ও হোসনাবাদ ইউনিয়ন।

২)     ইউনিয়নের আয়তন : ১নং চন্দ্রঘোনা ইউনিয়নের মোট আয়তন -২০.২০ বর্গ কিলোমিটার বা ৭.৮ বর্গমাইল বা ২০২১.০৫ হেক্টর বা ৪৯৯২.০০ একর।

৩)     মৌজার সংখ্যা -১টি (১০০নং ওয়াগ্গা মৌজা)।

৪) গ্রামের সংখ্যা- ১৮টি

৫) মোট লোক সংখ্যা-

৬) সরকারী অফিসের সংখ্যা-২০টি

৭) এন.জিও প্রতিষ্ঠানের সংখ্যা-০৭টি

৮) বিভিন্ন তথ্য : কবরস্থানের সংখ্যা-১টি, শশ্বানের সংখ্যা-১টি , খ্রীষ্টিয়ান অন্তিমস্থান-১টি, নদী-১টি, খেয়া পারাপার-৩টি, বাসষ্ট্যান্ড-১টি, বালু মহাল-১টি, পুলিশ ফাড়ি-১টি, ব্যাংক-৩টি, কাগজ কল-১টি, হাসপাতাল-৩টি, হাসপাতাল বেডের সংখ্যা- ২০৬, ঔষধের দোকান সংখ্যা-৩০টি, থানা-১টি, বন বিভাগের শুল্ক আদায় ফাঁড়ি-২টি, প্রশিক্ষণ কেন্দ্র-৩টি, কমিউনিটি সেন্টার-১টি, মুক্তিযোদ্ধা সংসদ-১টি, ষ্টেডিয়াম-১টি (কর্ণফুলী)।

৯) খেলা-ধুলা: ১নং চন্দ্রঘোনা ইউনিয়নটি বিভিন্ন খেলার জন্য বিখ্যাত। এখানে ফুটবল, ক্রিকেটসহ নানা ধরণের খেলা অনুষ্ঠিত হয়ে থাকে। এ ইউনিয়নে মোট ৫টি খেলার মাঠ রয়েছে।

১০) অন্যান্য : অত্র ইউনিয়নে মোট ৩টি কর্মচারী সংগঠন ক্লাব/সংঘ-৬টি এবং ১টি অফিসার্স ক্লাব রয়েছে। তাছাড়া এ ইউ.পিতে ১টি টেলিফোন একচেঞ্জ, ৪০টি কুঠির শিল্প ও ১টি সেচ খাল রয়েছে।

এখানে ২টি ডাকঘর ও ১টি খাদ্য গুদাম, ১টি সিনেমা হল , ১টি পেট্রোল পাম্প ও ২টি রেষ্ট হাউজ রয়েছে।

১১) যোগাযোগ : এ ইউনিয়নের পাকা রাস্তার পরিমাণ-২৫ কি:মি:, আধা পাঁকা রাস্তার পরিমাণ-১৫ কি:মি, কাঁচা রাস্তা-২০কি:মি: এবং ১০ কি:মি: নৌ-পথ রয়েছে।

১২) হাট/বাজার : ১নং চন্দ্রঘোনা ইউনিয়নে মোট ৪টি হাট/বাজার রয়েছে- কলাবাগান বাজার, বারঘোনিয়া বাজার, বারঘোনিয়া গেট ও বারঘোনিয়া সিনেমা হল বাজার।

১৩) উপসনালয় : মসজিদ-১২টি, কেয়াং-৩টি, বৌদ্ধ মন্দির-২টি,গীর্জা-১টি , মন্দির-১টি ও পালি টোল-১টি।

১৪) শিক্ষা সংক্রান্ত তথ্য : অত্র ইউ.পি’তে ৫টি প্রাথমিক বিদ্যালয়, ৪টি মাধ্যমিক বিদ্যালয়, ২টি কলেজ, ১টি মাদ্রাসা, ২টি শিশু বিদ্যা নিকেতন আছে।

১৫) ইউনিয়নের শিক্ষার হার : ৮৮.২৪% ।